নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১:৫৩। ১৯ অক্টোবর, ২০২৫।

‘অপেক্ষার আঁচল’ গল্প সংকলনের প্রকাশনা উৎসব

মে ১৫, ২০২৩ ১১:৫২
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ লেখিকা সংঘ রাজশাহীর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ‘গুণীজন সম্মাননা ও অপেক্ষার আঁচল’ গল্প সংকলনের প্রকাশনা উৎসব সোমবার রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল।

আরও পড়ুনঃ  জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিন: বিএনপি নেতা মামুন

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লেখিকা সংঘের উপদেষ্টা অধ্যাপক (অব.) ড. মাজেদা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি রাশেদা খালেক। অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৮ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত গুণীজনরা হলেন প্রফেসর ড. আবদুল খালেক, প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, অধ্যাপক রাশেদা খালেক, প্রফেসর ড. পদ্মাবতী কুণ্ডু, প্রফেসর ড. নাসিমা জোয়ার্দার, ড. শিখা সরকার, ড. নূরে এলিস আকতার জাহান, ফাহমিদা ফেরদৌসী। অপেক্ষার আঁচল গল্প সংকলনের উপর আলোচনা করেন প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল এবং প্রফেসর ড. মোবাররা সিদ্দিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।