নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। দুপুর ১২:৪৩। ১৮ সেপ্টেম্বর, ২০২৫।

এক ডজন মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

মে ২০, ২০২৩ ১০:০৯
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাদকদ্রব্যসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই এক ডজন মামলা ছিল। নতুন করে মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। এই নারীর নাম মোসা. জলি (৩৬)। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া মহল্লায় তার বাড়ি। জলির স্বামীর নাম রফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪৬২ মণ্ডপে হবে দুর্গাপূজা : চলছে প্রস্তুতি

শুক্রবার রাতে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল জলিল বাড়িতে অভিযান চালায়। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, জলির বাড়ি থেকে ৩০ গ্রাম হেরোইন ও ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই মাদক কারবারে জড়িত এই নারী।

আরও পড়ুনঃ  বাঘায় খড়ি বোঝাই ভুটভটির চাকার নীচে পড়ে গুরুতর আহত এক সেনাসদস্য

র‌্যাব আরও জানায়, জলি বিভিন্ন সময় মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে ১২টি মামলাও ছিল। তারপরও তিনি মাদক কারবার ছাড়েননি। নতুন করে গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকেও পুলিশে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।