নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। বিকাল ৫:১৩। ৯ মে, ২০২৫।

কোরিয়ান গায়িকার মরদেহ উদ্ধার, পাশে চিরকুট

মে ১৭, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার আলোচিত গায়িকা হেসু মারা গেছেন। গত শুক্রবার তাঁর বাসা থেকে পুলিশ ২৯ বছর বয়সী এই গায়িকার মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সুম্পি।

মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, সেটিকে ‘সুইসাইড নোট’ বলে ধারণা করছে পুলিশ। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন—তা এখনো জানতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধারের পর তাঁর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। গতকাল সোমবার পুলিশ জানিয়েছে, মরদেহটি হেসুর।

হেসুর আসল নাম কিম সু-হিউন। ২০ মে ওয়ানজুতে এক কনসার্টে গান পরিবেশনের কথা ছিল তাঁর। তার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। তিনি দক্ষিণ কোরিয়ার ট্রট ধারার গায়িকা।
১৯৯৩ সালে জন্ম নেওয়া হেসু পড়াশোনা করেছেন সংগীতে। ২০১৯ সালে প্রকাশ পায় তাঁর প্রথম অ্যালবাম ‘মাই লাইফ, মি’।

কয়েক দিন আগে কোরিয়ার আরেক পপ তারকা মুনবিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।