নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। বিকাল ৪:৫০। ১১ মে, ২০২৫।

জামাই ষষ্ঠী নিলেন হবু টেস্ট অধিনায়ক

মে ২৫, ২০২৩ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটার তিনি। এর আগে গত বছরই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন। এখন পর্যন্ত নিশ্চিত যে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লিটন দাসের কাঁধেই উঠতে যাচ্ছে নেতৃত্বভার। সেই সিরিজ শুরুর আগে আজ জামাই ষষ্ঠী নিলেন হবু টেস্ট অধিনায়ক লিটন কুমার দাস।

সোশ্যাল মিডিয়ায় নিজের ষষ্ঠীর আশীর্বাদ গ্রহণের ছবি পোস্ট করেছেন বাংলাদেশের এই তারকা ওপেনার। বাংলার লোকসংস্কৃতির একটি অংশ হলো জামাই ষষ্ঠী। মধুমাস জৈষ্ঠ্যে এই উৎসবটি আদিকাল থেকে সনাতন সম্প্রদায়ের সমাজের ঘরে ঘরে লোকাচার হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনে হরেক রকমের ফল ও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে ডালা সাজিয়ে জামাইকে আশীর্বাদ করেন শাশুড়ি।

জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাইকে কেন্দ্র করেই মূলত জামাই ষষ্ঠীর সব আয়োজন করা হয়। সনাতন ধর্মে ষষ্ঠী দেবী মাতৃত্বের প্রতীক বা জননী। তিনি সন্তান কোলে ধারণ করে থাকেন। মায়ের পূজা শেষে তার কাছে জামাইয়ের দীর্ঘায়ু প্রার্থনা করা হয়।

কালের বিবর্তনে এ প্রথায় ভাটা পড়েছে। তবে জামাই ষষ্ঠীর রেওয়াজটা সমাজ থেকে একবারে উঠে যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।