নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ৬:৫০। ৬ জুলাই, ২০২৫।

রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

মে ২০, ২০২৩ ১০:৪০
Link Copied!

স্টাফ রিপোর্টার: ‘পরিমাপ বৈশি^ক খাদ্য ব্যবস্থার সহায়ক’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে রাজশাহী বিএসটিআইয়ের আয়োজনে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ^ মেট্রোলজি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা আলোচনা করেন।

বক্তারা বলেন, প্রতিটি পণ্যের যে গুণগত মান থাকা দরকার তা আছে কিনা আমাদের ভেবে দেখা দরকার। পাটের শাককেও যদি আমরা নিরাপদ না রাখতে পারি তাহলে বুঝতে হবে যে আমরা কতটা অসতর্ক আছি। যারা উৎপাদনকারী তাদেরকে পণ্যের গুণগত মান সঠিক রাখতে হবে। বিএসটিআই দেশের মধ্যে পণ্যের সঠিকতা যাচাইয়ের জন্য কাজ করছে।

আরও পড়ুনঃ  বানেশ্বরে এনজিও সিও’র ভুয়া শাখা অফিস উধাও; গ্রাহকদের উত্তেজনা

তারা আরও বলেন, বিদেশী পণ্যের সাথে আমাদের দেশের পণ্যের মানের যে গুণগত ঘাটতি আছে তা পূরণ করতে হবে। আমরা বিদেশিদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি কিনা তা যাচাই করে দেখতে হবে। ওজন ও পরিমাপে সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে আমাদের নীতি নৈতিকতার পরিবর্তন ঘটাতে হবে।

আরও পড়ুনঃ  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাজশাহী বিএসটিআইয়ের উপপরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যোতি, বিএসআইয়ের রাজশাহীর পরিচালক ড. মো. সেলিম খান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।