নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ১০:৫০। ৯ মে, ২০২৫।

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মে ২৯, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো. সালাউদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সালাউদ্দিন কুমিল্লার গোপালনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল থেকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী দেশ ট্রাভেলসের (ঢাকা মেট্রো ব-১৫-৭৮৮৫) কোচে তল্লাশি চালায়। এরপর শিরোইল বাসস্ট্যান্ড কোচের পেছনের লকার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় গাঁজার মালিক সালাউদ্দিন পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

সালাউদ্দিনকে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।