মঙ্গলবার, মে ২১, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

ইসলামি ব্যাংকিং খুলবে রাশিয়া

ইউক্রেনে হামলা চালানোর পর থেকে পশ্চিমা বিশ্ব থেকে নানা রকম নিষেধাজ্ঞায় হাঁপিয়ে উঠেছে রাশিয়া। যদিও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বিক্রি করে ক্ষতি অনেকটাই পুষিয়ে নিচ্ছে মস্কো।

নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া এবার বিনিয়োগ টানতে ইসলামি ব্যাংকিং বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে। রুশ কর্তৃপক্ষ নতুন নন-ক্রেডিট আর্থিক প্রতিষ্ঠান চালুর অনুমোদন দিচ্ছে।

এ প্রতিষ্ঠানগুলো ইসলামি ব্যাংকিংয়ে বিশেষায়িত হবে। আর রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে প্রতিষ্ঠানগুলো। যেহেতু ইসলামি ব্যাংকিং খাত ক্রমেই বড় হচ্ছে।

তাই ইসলামি ব্যাংকিং পরিচালনার আইনি পথ খুলে দিলে মুসলিম দেশগুলো থেকে পশ্চিমা বিনিয়োগ আসতে পারে। সেই সঙ্গে দেশের মুসলিমদেরও সেবা দেওয়া যাবে।

রাশিয়া এই উদ্যোগ খুবই দ্রুত বাস্তবায়ন করতে চায়। সেজন্য ইসলামি ব্যাংকিং নিয়ন্ত্রণ করার জন্য একটি নতুন আইনের খসড়া করছে দেশটি।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com