সোমবার, মে ২০, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

অসহায় মানুষ আর আ.লীগকে ক্ষমতায় দেখতে চায় না: মিনু

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির কারণে জনগণ আজ অসহায়। এ অসহায় মানুষ আর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের জনগণ এখন আওয়ামী লীগের কাছ থেকে মুক্তি চাচ্ছে। তারা বিএনপির আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছে।

শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি কমিউিনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময়ের করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ হবে। ঐতিহাসিক মাদ্রাসা ময়দান ছাড়িয়ে রাজশাহী শহর সমাবেশের মহানগরীতে পরিণত হবে। রাজশাহী বিভাগের আট জেলা থেকে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সমাগম হবে। কমপক্ষে ১৫ লাখ মানুষ এ সমাবেশে যোগ দেবেন।

বিভাগীয় গণসমাবেশের মিডিয়া সেলের আহবায়ক তোফাজ্জল হোসেন তপু মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। গণসমাবেশে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন বিষয়ে মতামত প্রদান করেন। এ সময় বিএনপি কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য সচিব আতিকুর রহমান রুম্মন সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য পূর্ণাঙ্গ সহযোগিতা করার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ^নাথ সরকার, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন-অর-রশিদ, সাবেক এমপি জাহান পান্না, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমীন পুতুল, মাহমুদা হাবিবা, মৌসুমী নাসরিন প্রমুখ।

সর্বাধিক পঠিত