শনিবার, মে ৪, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাজশাহী বোর্ডে এসএসসির ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে একই প্যারাগ্রাফ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে একই প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। দুটি পরীক্ষাতেই লিখতে বলা হয়েছে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ প্যারাগ্রাফ। এ ঘটনায় প্রশ্নকর্তাদের নিয়ে সমালোচনা দেখা দিয়েছে।

জানা গেছে, গত ৩ মে ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর রোববার (৭ মে) অনুষ্ঠিত হয় ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা। প্রথমপত্রে ৭ নম্বর প্রশ্নে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়। দ্বিতীয়পত্রের ১২ নম্বরেও আসে একই প্রশ্ন। প্রথমপত্রে এই প্রশ্নের জন্য ছিল ১৪ নম্বর। আর দ্বিতীয়পত্রে ছিল ১৫ নম্বর।

এই প্রশ্ন দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ফারহানা আফরোজ নামের এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘লেখাপড়ার মান কতটা ভয়াবহ! লেখাপড়া এখন তামাশাভরা! এসএসসি ২০২৩ রাজশাহী বোর্ডের ইংরেজি প্রথমপত্র ও ইংরেজি দ্বিতীয়পত্রে প্যারাগ্রাফ ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’। দুটো পরীক্ষায় একই প্যারাগ্রাফ ভাবা যায়! যারা প্রশ্ন তৈরি করেছেন তাদের কি বলা যায়? এমন লেখাপড়ার কি দরকার? আমার প্রশ্নের মান পছন্দ হয়নি।’

জানতে চাইলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘শুধু রাজশাহী বোর্ডের প্রশ্নেই এই ভুল হয়েছে। আমাদের বোর্ডের পরীক্ষার্থীরা এই প্রশ্নে পরীক্ষা দিয়েছে। কিন্তু প্রশ্ন আমরা করিনি। অন্য কোন বোর্ড এই প্রশ্ন করেছে। বিষয়টি আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি কী ব্যবস্থা নেবেন বা নিচ্ছেন সেটা পরে জানাতে পারব।’

সর্বাধিক পঠিত