অনলাইন ডেস্কঃ কোনো তিন অংকের ইনিংস নেই, ফিফটি মাত্র ২টি; তবু স্বাগতিক শ্রীলঙ্কার স্কোর ছাড়িয়ে গেল তিনশ। সেই স্কোর তাড়ায় নেমে খেই হারিয়ে ফেলা আফগানিস্তান দুইশও ছুঁতে পারেনি। ১৩২ রানের বিশাল জয়ে প্রথম ওয়ানডেতে হারের প্রতিশোধ নিল শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজে এলো ১-১ সমতা।
আগামী বুধবার শেষ ওয়ানডেতেই হবে সিরিজ নির্ধারণ।
হাম্বানটোটার মহিন্দ্র রাজাপাক্ষে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩২৩ রান তোলে শ্রীলঙ্কা। ৮২ রানের ওপেনিং জুটি উপহার দেন পাথুম নিশাঙ্কা এবং দিমুথ করুনারত্নে। দুই ওপেনারের মাঝে করুনারত্নে চতুর্থবারের মতো ওয়ানডেতে ৫২ রানে আউট হন।
আর নিশাঙ্কা থামেন ৪৩ রানে। তিনে নেমে ৭৫ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস উপহার দেন কুসল মেন্ডিস। আর কেউ ফিফটি না পেলেও সামারাবিক্রমা ৪৪, ধনাঞ্জয়া ডি সিলভা ২৪ বলে অপরাজিত ২৯*, অধিনায়ক দাসুন শানাকা ১৩ বলে ২৩ এবং হাসারাঙ্গা ডি সিলভা ১২ বলে অপরাজিত ২৯* রান করেন। ২টি করে উইকেট নেন ফরিদ আহমেদ এবং মোহাম্মদ নবি।
রান তাড়ায় নেমে দলীয় ১১ রানেই উইকেট হারায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজকে ফেরান দুশ্মন্ত্য চামিরা। এরপর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মজার ব্যাপার হলো, আফগানদের ইনিংসেও দুটি ফিফটি। একটি করেন ওপেনার ইব্রাহিম জারদান।
তার ব্যাট থেকে আসে ৭৫ বলে ৫৪ রান। অন্যটি চারে নামা অধিনায়ক হাসমতুল্লাহ শহিদীর ৬২ বলে ৫৭ রান। তাদের ইনিংস দলের কোনো কাজে আসেনি। ৪২.১ ওভারে মাত্র ১৯১ রানে অল-আউট হয় আফগানিস্তান। ৩টি করে উইকেট নিয়েছেন হাসারাঙ্গা এবং ধনাঞ্জয়া। মাত্র ১৮ রানে ২ উইকেট নিয়েছেন চামিরা। অল-রাউন্ড পারফর্মেন্সে ম্যাচসেরার পুরস্কার উঠেছে ধনাঞ্জয়া ডিসিলভার হাতে।