বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোপলিটন কার্যালয়ের আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্‌ এনডিসি।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলী’র সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা।

এসময় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের উপাধাক্ষ প্রফেসর ড. মো. অলীউল আলম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার শাকিল আহম্মেদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার বিভিন্ন দফতরের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ। এ কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, বিপনন, সংরক্ষন বিষয়ে সার্বিক আলোচনা এবং নিরিপদ খাদ্য বাস্তবায়নে প্রতিবন্ধকতা গুলো তুলে ধরা হয়।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com