রবিবার, মে ১৯, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাজশাহীতে ঈদগাহে নেওয়া যাবে না কোন ব্যাগ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ঈদের দিন কোন ব্যাগ নিয়ে ঈদগাহে যাওয়া যাবে না। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এক বিজ্ঞপ্তিতে ঈদগাহে ব্যাগ নিষিদ্ধ করার কথা জানিয়েছে।

আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপনের সময় রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে আরএমপি। এতে বলা হয়েছে, ঈদগাহে জায়নামাজ ছাড়া কোন ব্যাগ বা ভারি বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি সঙ্গে নিয়ে যাওয়া যাবে না।

এছাড়া মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারকদ্রব্য বিক্রি কিংবা ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র, তলোয়ার-বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে হলেও আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত