• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কানাডায় টুর্নামেন্টসেরার পুরস্কার যুক্তরাষ্ট্রে জমি

প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ১২:৫৪

কানাডায় টুর্নামেন্টসেরার পুরস্কার যুক্তরাষ্ট্রে জমি

অনলান ডেস্কঃ সেরা খেলোয়াড়কে সাধারণত অর্থ পুরস্কার দেওয়া হয়ে থাকে। এছাড়া স্থানীয় লিগগুলোতে বিভিন্ন পণ্য সামগ্রী দেওয়ারও চল রয়েছে। তবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টুর্নামেন্টসেরার পুরস্কার হিসেবে দেওয়া হলো যুক্তরাষ্ট্রে আধা একর জমি!

গতকাল (রোববার) গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় আসরের ফাইনালে সারে জাগুয়ার্সকে হারিয়ে শিরোপা জিতেছে মন্ট্রিয়েল টাইগার্স। শ্বাসরুদ্ধকর ফাইনালে ৫ উইকেটের জয় পেয়েছে টাইগার্স। ফ্র্যাঞ্চাইজিটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাদারফোর্ড।

আরও পড়ুনঃ  উড়ন্ত শুরুর পর কিউই শিবিরে জোড়া আঘাত ভারতের

আর সেটিরই পুরস্কার হিসেবে সদ্য সমাপ্ত টুর্নামেন্টটিতে ম্যান অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য টুর্নামেন্টসহ অনেকগুলো অ্যাওয়ার্ড জিতেছেন মন্ট্রিয়েলের ক্যারিবীয়ান এই ক্রিকেটার! তিনিই জিতলেন যুক্তরাষ্ট্রের জমি।

আরও পড়ুনঃ  সুদানের বিপক্ষে ম্যাচ নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ দল

ফাইনালের লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে সারের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩০। রানতাড়ায় নেমে খুব একটা সুবিধা করতে পারেনি মন্ট্রিয়েল। দলের হাল ধরেন শেরফেইন রাদারফোর্ড। তার দায়িত্বশীল ৩৮ রান গড়ে দেয় জয়ের ভিত।

আরও পড়ুনঃ  বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

যদিও ম্যাচের শেষটা করেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংসের সুবাদেই জয় পায় মন্ট্রিয়েল। শেষ বলে দরকার ছিল ১ রান। তবে রাসেল শেষ করেছেন নিজের মত করেই। ছয় মেরেই নিশ্চিত করলেন মন্ট্রিয়েল টাইগার্সের শিরোপা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675