স্টাফ রিপোর্টার : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সৈকত নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ডেঙ্গু ওয়ার্ডে ওই তরুণের মৃত্যু হয়।
ওই তরুণ ঢাকা থেকে এসে গত সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামে বাসিন্দা।
এর আগে সোমবার আইয়ুব আলী (৪০) নামে এক কৃষক মারা যায় ডেঙ্গু ওয়ার্ডে। তাঁর বাড়িও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে। তিনিও ঢাকা থেকে এসেছিলেন। এ নিয়ে চলতি বছর রামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে তিনজনের মৃত্যু হলো।
রামেক হাসপাতালে পরিচালক এফ এম এ শামীম আহমেদ বলেন, ঢাকা থেকে আসা সৈকতকে আগের দিন সোমবার ভর্তি করা হয়েছিল। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
শামীম আরও জানান, বর্তমানে হাসপাতালে ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী আছে ৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৬ জন। চলতি বছর মোট রোগী ভর্তি হয়েছে ৪৭৩ জন।