অনলাইন ডেস্কঃ আগামী ১৯ আগস্ট হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হচ্ছে ২৩তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই বিশ্ব আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন এশিয়ান ইনডোরে স্বর্ণজয়ী অ্যাথলেট ইমরানুর রহমান।
মঙ্গলবার (১৫ আগস্ট) ইংল্যান্ডের লন্ডন থেকে হাঙ্গেরির বুদাপেস্টে পৌঁছান। তবে ফ্লাইট জটিলতায় দেরিতে পোঁছান ইমরানুর।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অ্যাথলেট কোটায় একজনকে পেয়েছে বাংলাদেশ। ১৯ আগস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর দিনেই ১০০ মিটার স্প্রিন্টে ট্রাক অ্যান্ড ফিল্ডে অংশ নেবেন ইমরানুর। সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের কারণে ইনজুরির ঝুঁকি এড়াতে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ইমরানকে একটি ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। আজ (বুধবার) বিকেলে বুদাপেস্টে অনুশীলনে নামবেন এই বাংলাদেশি স্প্রিন্টার।
বাংলাদেশি স্প্রিন্টার ইমরানুর লন্ডনে বেড়ে ওঠেন। এবারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এই দৌড়বিদ আগের চেয়ে আরও ভালো টাইমিং করাতে আগ্রহী। এমনকি সামনের অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করার ব্যাপারে আশাবাদী।
ইমরানুর রহমান বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার দৌড় ভালোভাবে শেষ করতে সক্ষম হই।’
২০২২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওরিকনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দ্বিতীয় ধাপে পৌঁছে যান। সেই বছরে কাজাখস্তানে এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে আলোড়ন সৃষ্টি করেছিলেন ইমরানুর।
ইমরানুরের সঙ্গে হাঙ্গেরিতে রয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিকক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। সেখানে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সভায় যোগ দেবেন তিনি।