বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

প্রতিশ্রুতি রক্ষা করলেন না মাহি

অনলাইন ডেস্ক: নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন না রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ নির্বাচনে ট্রাক প্রতীকে তিনি ৯ হাজার ৯টি ভোট পেয়ে হেরে যান। যদিও ফলাফল ঘোষণার আগে তিনি বলেছিলেন, ফলাফল যাই হোক, ভোটের পরের দিন তিনি মাঠে শোডাউন দেবেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) মাহির শোডাউন দেওয়ার কথা থাকলেও তাকে কোনো শোডাউন দিতে দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফলের পরে মাহি তানোরের বাড়িতেই অবস্থান করছিলেন। ফলাফলের পরে তিনি বের হননি। এদিন তাকে শোডাউনও দিতে দেখা যায়নি।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।

প্রসঙ্গত, রাজশাহী-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি ১ লাখ ৩২ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী মো. গোলাম রাব্বানী ৯২ হাজার ৪১৯ ভোট পেয়েছেন।

এ আসনে মাহি শোচনীয়ভাবে পরাজিত হয়ে জামানত হারান। তিনি ছাড়াও আরও ৮ জন প্রার্থী জামানত হারান।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com