শুক্রবার, মে ১৭, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রুহুল আমিন প্রামাণিকের ৭৮ তম জন্মবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক : কবিকুঞ্জের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, কবি রুহুল আমিন প্রামাণিকের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন করেছে কবিকুঞ্জ ও বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় রাজশাহী নগরের মিয়াপাড়ায় বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত জন্মবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর নূরল আলম।

কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও প্রাবন্ধিক জুলফিকার মতিন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, প্রফেসর গোলাম কবির, নাট্যজন ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

অনুষ্ঠানে কবি রুহুল আমিন প্রামাণিকের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন প্রফেসর ড. অনীক মাহমুদ, প্রফেসর ড. সালিম সাবরিন এবং নিবেদিত কবিতা পাঠ করেন কবিকুঞ্জের কবিবৃন্দ। এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান কবিকে জন্মদিনে পুষ্পার্ঘ অর্পণ করেন।

সর্বাধিক পঠিত