মঙ্গলবার, মে ২১, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

নগরীতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোটাৃর : আজ নগরীর একটি রেস্টুরেন্টে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় গণযোগাযোগ অধিদপ্তর ও রাজশাহী জেলা তথ্য অফিস যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নিজামুল কবীর ভার্চুয়ালি সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. ইয়াকুব আলী, পরিচালক (কারিগরী) অনুসুয়া বড়ুয়া, পরিচালক (প্রচার) হাসিনা আক্তার এবং রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক আ. ত. ম. আব্দুল্লাহেল বাকী বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন।
অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তরসহ রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের জেলা তথ্য অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।

 

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com