রবিবার, মে ১৯, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

হিট ওয়েভেও চলছে ফুটবল

অনলাইন ডেস্ক : দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বিশেষ বার্তা জারি করেছে এই তীব্র গরমে। কমলাপুর স্টেডিয়ামের টার্ফে আরো বেশি গরম অনুভূত হয়। সেই গরমের মধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ খেলছেন ফুটবলাররা।

আজ লিগে একটি ম্যাচই ছিল। সেই ম্যাচে ওয়ারী ক্লাব ১-০ গোলে বাফুফের এলিট একাডেমীকে পরাজিত করেছে। ম্যাচের ৯ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন আকাশ।

চ্যাম্পিয়নশিপ লিগে দিনে এক ম্যাচ থাকলে বিকেল সাড়ে তিনটায় শুরু হয়। আবার দিনে দুই ম্যাচ থাকলে কখনো একটি সাড়ে দশটায়, আবার কখনো একটায় শুরু হয়। আগামীকাল প্রথম ম্যাচ শুরু হবে সকাল সাড়ে দশটায়। সাড়ে দশটা থেকেই সূর্য লম্বালম্বি কিরণ দেয়া শুরু করে। বিশেষ করে ম্যাচের মাঝামাঝি বারোটার সময় সবচেয়ে গরম থাকে। এমন পরিস্থিতিতে বিগত কয়েক দিন ম্যাচ চলছে চ্যাম্পিয়নশিপ লিগে।

এমন তাপদাহে চ্যাম্পিয়নশিপ লিগে খেলার রেকর্ড এটিই প্রথম নয়। গত এক-দুই মৌসুম আগেও এ নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল। যদিও প্রতিকার খুব একটা হয়নি। ক্লাবগুলোর তাড়া থাকে দ্রুত খেলা শেষ করার। আবার কমলাপুর স্টেডিয়ামে এই খেলা ফ্লাডলাইট ব্যবহার করতে অনীহা থাকে জাতীয় ক্রীড়া পরিষদের। সব কিছু মিলিয়ে কষ্টের মধ্যে পড়তে হয় ফুটবলারদের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুক্র-শনিবার অনুষ্ঠিত হয়। সপ্তাহে একটির বেশি খেলা থাকে না প্রিমিয়ার লিগের দলগুলোর। তাই চরম তীব্রতা খুব একটার মধ্যে পড়তে হয় না শীর্ষ দলগুলোর। চ্যাম্পিয়নশিপ লিগে এক সপ্তাহে তিন রাউন্ড শেষ হয়। ফলে খেলোয়াড়দের কষ্টের মাত্রা বেশি।

তীব্র গরমে দেশের আরেক শীর্ষ খেলা হকিও চলছে। ক্লাব কাপ ফ্লাডলাইটে চললেও রমজান মাসে সোয়া একটা ও সোয়া তিনটায় খেলা চলছে। হকিতে অবশ্য প্রতি নিয়ত খেলোয়াড় বদলের সুযোগ, পনেরো মিনিটের কোয়ার্টার হওয়ায় খানিকটা বিশ্রামের সুযোগ বেশি। তাছাড়া আম্পায়েরের সিদ্ধান্ত নিয়ে ভিডিও রেফারেল দেখতে দেখতেই খেলোয়াড়দের বিশ্রামের সময় ম্যাচের চেয়ে বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে।

সর্বাধিক পঠিত