বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে প্রতিবেশী নারীকে শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া পশ্চিম পাড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া শনিবার বেলা তিনটার সময়

রাজশাহী মহানগরীর একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেন ভুক্তভোগী নারী।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ওই সেনা সদস্য কয়েকমাস ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় গত শুক্রবার দুপুরে বাসার বাইরে পানি নেয়ার জন্য তিনি তাকে শ্লীলতাহানি। করে প্রতিবেশিদের হস্তক্ষেপে ওই সেনা সদস্য বাসায় চলে যান।

অভিযোগের বিষয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম বলেন, ওই নারীর সাথে তার বাড়ি করার সময় থেকে একটু শত্রুতা ছিলো। সে প্রতিনিয়ত তাদের নামে আজেবাজে ভাষায় গালিগালাজ করতো। শুক্রবারও গালিগালাজ করে। এসময় আমার পরিবারের সদস্যদের আঘাত করার চেষ্টা করলে আমি তা প্রতিহত করি। কোন শ্লীলতাহানি করি নি।
রাজপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com