বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

পাকিস্তানের সুপার এইটের ভাগ্য নির্ধারণ আজ

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের সূচি বলছে, পাকিস্তানের পরবর্তী ম্যাচ আগামী ১৬ জুন। আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করা বাবর আজমরা সুপার এইটে কোয়ালিফাই করবে কি না, এটা পরিস্কার হয়ে যেতে পারে আজই।

আজ (শুক্রবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফ্লোরিডার লডারহিলে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। তিন ম্যাচে দুই জয় পাওয়া আমেরিকা এদিন আইরিশদের বিপক্ষে জয় কিংবা পয়েন্ট ভাগাভাগি করলেও কপাল পুড়বে পাকিস্তানের। সে ক্ষেত্রে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে চলে যাবে স্বাগতিকরা।

এদিকে, গেল কদিনে ফ্লোরিডায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। তুমুল বৃষ্টির কারণে আশঙ্কা করা হচ্ছে ভয়াবহ বন্যারও। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়েও চূড়ান্ত শঙ্কা দেখা দিয়েছে। আজ যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচেও বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। যা এখন মাথাব্যথার কারণ পাকিস্তানের।

আবহাওয়ার পূর্ভাবাস বলছে, আজ ফ্লোরিডায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯১ শতাংশ। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচটিতে আইরিশদের জয় দরকার পাকিস্তানের। এরই মধ্যে দুই জয়ে অনেকটাই সুপার এইটের পথে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে আইরিশদের হারাতে পারলে সুপার এইটে চলে যাবে তারা। এ ছাড়া বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলেও সুবিধা পাবে স্বাগতিক আমেরিকা।

নতুন কোচিং স্টাফ, পুরনো নেতায় আস্থা এবং সর্বশেষ অবসর ভেঙে দলে ফেরানো হয় দুই তারকা ক্রিকেটার। বেশ আটঘাঁট বেধেই শিরোপা পুনরুদ্ধারের আশায় মার্কিন মুল্লুকে পা রেখেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্য হারের পর এখন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে বাবর আজম বাহিনী। নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয়ে যদিও কাগজে-কলমে আশা এখনো টিকে আছে। তবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সুপার এইটের ভাগ্য বাস্তব হওয়া এখন মিরাকলের চেয়েও বেশি কিছু হতে পারে।

‘এ’ গ্রুপের বাকি থাকা ম্যাচগুলোতে পাকিস্তানের যা দরকার

১৪ জুন : যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড-আইরিশদের জয়
১৫ জুন : কানাডা বনাম ভারত-ভারতের জয়
১৬ জুন : আয়ারল্যান্ড বনাম পাকিস্তান-নিজেদের জয়

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com