• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সাংবাদিক আদনানের পিতার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশ: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ৩:২৩

সাংবাদিক আদনানের পিতার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আদনানের পিতা দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও দুর্গাপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন করা হয়েছে।

শনিবার বেলা দুইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরও পড়ুনঃ  রাজশাহীর বাঘায় ২০২ পিছ ইয়াবাসহ গ্রেফতার ২

মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের গতকাল দুটি নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয় তার প্রিয় কর্মস্থল দুর্গাপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধ্যা ছয়টায়। এসময় দুর্গাপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি চৌকষ পুলিশের দল বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সামাদকে গার্ড অব অনার প্রদান করেন। তার নামাজের জানাজায় রাজশাহীর পুঠিয়া দুর্গাপুরের সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তার দীর্ঘদিনের সহকর্মী ছাড়াও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  বাগমারার যোগীপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা রাত ৯ টায় তার জন্ম ভূমি দুর্গাপুরের পানানগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সেখানেই তার পারিবারিক কবরস্থানে পিতামাতার কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুনঃ  নগরীতে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান

এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের মৃত্যুতে রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, দুর্গাপুর পুঠিয়া আসনের সংসদ সদস্য ডা: মনসুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক বার্তা জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675