স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘরে এখন থেকে প্রতি সপ্তাহে প্রাচীন পুঁথিপাঠের আসর বসবে। সোমবার জাদুঘর উপদেষ্টা কমিটির সভাপতি রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে তিনি গাইডেড ট্যুর উদ্বোধন করেন।
পরে পুঁথিপাঠ করেন রাবি সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মঞ্জুলা চৌধুরী। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
গাইডেড ট্যুর ও পুঁথিপাঠের উদ্বোধন করে উপাচার্য বলেন, এর মাধ্যমে বাংলাদেশের প্রথম ও উপমহাদেশের প্রাচীনতম এই জাদুঘরের সংগ্রহ ও তার ইতিহাসকে দর্শনার্থীদের কাছে আরো আকর্ষণীয়ভাবে তুলে ধরা যাবে। এখন থেকে প্রতি শনিবার জাদুঘরে অনুষ্ঠিত হবে পুঁথিপাঠের আসর।
এতে উপস্থাপন করা হবে রাণীভবানী, মহাস্থানগড়, পাহাড়পুর, ছোট সোনা মসজিদসহ এই অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের নানা উপাখ্যান। এতে অনেকেই জাদুঘরমুখী হবেন বলে আশা করা হচ্ছে।