সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: মিনু

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: মিনু

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বিএনপির আন্দোলনে সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। সরকারের ক্ষমতা এখন কচুপাতার পানির মতো টলমল করছে। এই সরকার আর টিকবে না। যে কোন সময় পড়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা।’

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপির ওপর হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার বিকেলে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন নগরীর ভুবন মোহন পার্কে এই সমাবেশের আয়োজন করে।

আরও পড়ুনঃ  সংবিধান সংস্কার প্রস্তাবের ১৬টিতে দ্বিমত বিএনপির

সমাবেশে রাজশাহী সিটির সাবেক মেয়র মিনু আরও বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ^র চন্দ্র রায় ও চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আমান উল্লাহ আমানকে রাস্তায় ফেলে পুলিশ বেধড়ক পিটিয়েছে। আবার তাদের একজনকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হাসপাতালে দেখতে গেছে। আর বাবু গয়েশ^র চন্দ্র রায়কে চিকিৎসা দিয়ে সরকারের আজ্ঞাবহ ডিবি প্রধান নিজ কার্যালয়ে নিয়ে ভূরিভোজ করাচ্ছে। এসব নাটক করে কেউ পার পাবে না। সময় এসে গেছে সবগুলোর বিচার এই বাংলার মাটিতেই হবে।’

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

রাজশাহী মহানগর বিএনপির এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাদিম মোস্তাফা, জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম মার্শাল ও বিশ^নাথ সরকার। মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ সমাবেশ পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *