• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শোকাবহ আগস্টের প্রথম দিনে জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালন

প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ৫:১৭

শোকাবহ আগস্টের প্রথম দিনে জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালন

সংবাদ বিজ্ঞপ্তি : শোকাবহ আগস্টের প্রথম দিন মঙ্গলবার থেকে শুরু হলো বাঙালীর শোকের মাস। এ মাসেই স্বাধীনতার মহা নায়ক ও বিশ্বে মাথা উচু করে দাঁড়ানো সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল। শুধু বঙ্গবন্ধু না, পুরো পরিবারের প্রাণ কেড়ে নিয়েছিল ঘাতকের বুলেট। প্রতি বছর এ মাসটিকে শোকের মাস হিসেবেই পালন করে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সহ দেশবাসী। আর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনের বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা পরিষদ।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’: ভোগান্তিতে রোগীরা

মঙ্গলবার (১ আগস্ট) সকালে রাজশাহী জেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। পুস্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামণা করে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান, সহকারী প্রকৌশলী এজাজুল আলম, উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত হিসাবরক্ষক এস এম আল মতিন, সার্ভেয়ার আলিফ আলী, চেয়ারম্যানের ব্যাক্তিগত সচিব ফজলে এলাহী সোহেল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা রাজশাহী সফরে আসছেন শনিবার

এছাড়াও নগরীর নওদাপাড়াস্থ প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থার সভা কক্ষে রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে প্রতিবন্ধী নারীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, এসময় তিনি বলেন, আমি আপনাদের মাঝে যে হুইল চেয়ার ও সেলাই মেশিন প্রদান করলাম, সেটা আপনাদের কাছে অতি সামান্য। আমি সুযোগ পেলে আবারো আপনাদের মাঝে এই ধরণের উপহার নিয়ে আগামীতে হাজির হবো। এসময় তিনি আরো বলেন, আপনারা জানেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল আপনাদের মত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। আমি কথা দিচ্ছি, রাজশাহী জেলা পরিষদ এই প্রতিবন্ধী সংস্থার পাশে সব সময় থাকবে। আপনারা জানেন, আজ শোকবহ আগস্টের প্রথমদিন। আপনারা বঙ্গবন্ধু ও উনার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন।

আরও পড়ুনঃ  মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থার সভাপতি আমেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান, প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থার সাধারণ সম্পাদক সালমা বেগম।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675