স্টাফ রিপোর্টার: রাজশাহীতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মনজুর মোর্শেদ (মুনজু) ওরফে রাজু উদ্দীন মনজুর মোর্শেদ (৭০)। নওগাঁর বদলগাছী উপজেলার উত্তর শ্যামপুর কাপাসগাড়িয়া গ্রামে তার বাড়ি। রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর সদর কোম্পানীর একটি দল শুক্রবার রাত ৯টার দিকে এ অভিযান চালায়।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বদলগাছী থানার ১৯৮৭ সালের একটি হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোর্শেদ। কারাদণ্ড এড়াতে তিনি দিনাজপুরে আত্মগোপন করে ছিলেন। সেখান থেকে রাজশাহী আসার খবর পেয়ে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেছেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোর্শেদ ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বলেও স্বীকার করেছেন। তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।