নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সন্ধ্যা ৭:০৪। ১১ মে, ২০২৫।

গোদাগাড়ীতে রক্ষাগোলার সঙ্গে গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় ১০টি মধ্যম পর্যায়ের রক্ষাগোলা সংগঠনের ৯ জন নারী ও ৯ জন পুরুষ সর্বমোট ১৮ জন নেতৃবৃন্দের অংশগ্রহণে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের কমলাপুর বিলপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ গৃহে দিনব্যাপী গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এ সভায় আলোচ্য সূচি ছিল রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের গণতান্ত্রিক চর্চা, আর্থ-সামাজিক-সাংস্কৃতিক ও প্রতিবেশবান্ধব উন্নয়নের জন্য দৈনন্দিন জীবনে চর্চা, গ্রাজুয়েশন প্রক্রিয়ার সূচকসমূহ, আত্মনির্ভরশীল সংগঠন পরিচালনা, সংগঠন শক্তিশালীকরণ ও সঞ্চয়, লেনদেন, সামাজিক পুঁজির ব্যবহার ও যৌথ উদ্যোগ।

গ্রাজুয়েশন সভায় সভাপতিত্ব করেন কমলাপুর বিলপাড়া রক্ষাগোলা সংগঠনের মাঝিহাড়াম গণেশ হাঁসদা। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী, সহযোগিতা করেন সিসিবিভিও’র উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, মাঠ কর্মকর্তা পৌল টুডু এবং সভায় সার্বিকভাবে সহায়তা করেন সংস্থার সমাজ সংগঠক রঞ্জিত সাওরিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।