নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সন্ধ্যা ৬:৩৩। ১১ মে, ২০২৫।

পিটিয়ে হত্যার অভিযোগে মান্দায় বাছুরের ময়নাতদন্ত

আগস্ট ১৩, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধে ছয় মাসের একটি বাছুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বাছুরটির ময়নাতদন্তের জন্য মরদেহটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পাঠানো হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার বৈলশিং মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী ময়না বেগম মান্দা থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ময়না বেগম বলেন, ‘শরিকান জমি নিয়ে আব্দুল জলিল মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলছিল। গত শুক্রবার সকালে ভাড়াটিয়া লোকজন নিয়ে বিবাদমান জমিতে হালচাষ করতে যান আব্দুল জলিল। বাধা দেওয়ায় উভ‍য় পক্ষের সংঘর্ষে মিরাজুল ইসলাম, রুবেল হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। ঘটনায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছি।’

ময়না বেগম অভিযোগ করে বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য আমার পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছিল। এই সুযোগে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে শনিবার দুপুরে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় একটি বাছুরকে পিটিয়ে হত্যা করে।’

এই অভিযোগে আব্দুল জলিল মোল্লা বলেন, ‘প্রতিপক্ষের লোকজন নিজেরাই বাছুরটিকে হত্যা করে তার দায় আমার ওপর চাপানোর চেষ্টা করছে। এর সঙ্গে আমি বা আমার লোকজন জড়িত নই।’

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, মারধর মামলার বাদী ময়না বেগমের অভিযোগের ভিত্তিতে বাছুরটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ময়নাতদন্তের মাধ্যমে প্রাথমিকভাবে বাছুরটির মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করা হবে। না হলে সঠিক কারণ নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহ করে ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।