নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সন্ধ্যা ৭:১১। ৯ মে, ২০২৫।

রাজশাহীতে ভারতীয় হাইকমিশনের আলোকচিত্র প্রদর্শনী

আগস্ট ১৪, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: দেশ ভাগের ভয়াবহতা স্মরণে রাজশাহীতে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ভারতীয় সহকারি হাইকমিশন। সোমবার বিকালে শহরের পদ্মা আবাসিকের সহকারি হাইকমিশন অফিসে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার এবং ভারতের সহকারি হাইকমিশনার মনোজ কুমার। অনুষ্ঠানে এসময় রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশন আয়োজিত এই আলোকচিত্রে স্থান পেয়েছে দেশভাগের সময় মানুষের দেশান্তর হওয়ার ভয়াবহতা। এসময় অতিথিরা কমিশনের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। জানা গেছে, প্রদর্শনী চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। যা শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।