নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ২:১৩। ১২ মে, ২০২৫।

ঢুসার্কের সাবেক সাধারণ সম্পাদকের আত্মহত্যা

আগস্ট ২০, ২০২৩ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ (ঢুসার্ক) এর সাবেক সাধারণ সম্পাদক ঋতু কর্মকার নিপা (২৩) আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ আগষ্ট) বেলা ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঋতু কর্মকার নিপা বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের নিপেন কর্মকারের মেয়ে। ঋতু কর্মকার নিপা ঢাকা রসুলপবাগের এক মেসে থাকতেন। সে পারাকুয়েট অর্থাৎ ঘাসমারা জাতীয় বিষ পান করে আত্মহত্যা করেছে বলে জানান শাহাবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন।

জানা যায়, ঋতু কর্মকার নিপা ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ^বিদ্যালয়ে রাষ্ট্র বিঞ্জান বিষয়ে ভর্তি হন। সেখান থেকে ২০২০ সালে মাষ্টার্স সম্পূর্ণ করে। লেখাপড়া করা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ (ঢুসার্ক) এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সে মাষ্টার্স সম্পূন্ন করে ঢাকা রসুলপবাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এ বিষয়ে তার ছোট ভাই বিজয় কর্মকার জানান, মাষ্টার্স সম্পন্ন করেও চাকরি বা কোন ব্যবস্থা হচ্ছিল না, তাই বেশ কিছু দিন থেকে মানসিকভাবে একাকিত্বের মধ্যে ছিল। বোন কেন আত্মহত্যা করলো কিছুই বুঝতে পারছিনা। বোনের বিষ পানের খবর শুনে মেডিকেলে ছুটে এসেছি।

বিজয় আরো জানান, শুক্রবার (১৮ আগষ্ট) সকালে বিষ পানের পর অস্থির হয়ে উঠে। তার মেসে থাকতে না পেরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যে তার বান্ধবীর কাছে যায়। সেখানে বান্ধবীকে ঘটনা জানানোর সাথে সাথে মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১২টার দিকে মৃত্যু হয়।

এ বিষয়ে ঢাকা শাহাবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন বলেন, খবর পেয়ে মেডিকেলে গিয়েছিলাম। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। তার মৃত্যুর মূল রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। লাশ ঢাকা মেেিকল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।