স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলার পাকুরিয়া গ্রাম থেকে সুমি (১৫) (ছদ্মনাম) কে অপহরণ করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫ ।
আজ ( ২২ আগস্ট) সকালে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার রাতে তাদের নাটোর থানাধীন লালপুর বোয়ালিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃরা হলেন, বাঘার পাকুরিয়া গ্রামের মৃত আঃ কুদ্দুসের ছেলে আশিকুর রহমান (২১), পাকুরিয়া বেলালের মোড় এলাকার মৃত আঃ কুদ্দুসের ছেলে আলমগীর হোসেন (২৫) ও মৃত আখের আলী’র ছেলে সামসুল ইসলাম (৫০)। তাদের নাটোর থানাধীন লালপুর বোয়ালিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সেই সাথে অপহৃত সুমি (১৫) (ছদ্মনাম) কেও উদ্ধার করে র্যাব-৫।
র্যাব-৫ এর সদর কম্পানী কমান্ডার তৌফিক আহম্মেদ আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, ভিকটি সুমি’র (ছদ্মনাম) বাবা আগে তার পরিবার নিয়ে বাঘার পাকুরিয়া গ্রামে বসবাস করতো। পরে তারা সব জমি বিক্রি করে জয়পুরহাটে চলে যায়। তার মেয়েকে কিছু বখাটে অপহরণ করলে, তার বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় গত ৮ আগষ্ট বাদী হয়ে তিন বখাটে যুবকের নামে মামলা দায়ের করে। পুলিশের পাশাপাশি র্যাব-৫ সদস্যরাও তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের দল নাটোর থানাধীন লালপুর বোয়ালিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।#