• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ৭:৩০

পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে পুরাবাড়ি এলাকার মাছ চাষি বেলাল উদ্দিনের দুটি পুকুরে বিষ দেওয়া হয়।

পুকুর মালিক বেলাল উদ্দিন বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে পুকুরে মাছগুলো মরে ভেসে উঠতে দেখে পুকুর পাহারাদার ও স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে পুকুরে এসে পুলিশকে বিষয়টি জানায়। এ সময় পুকুরের পাশ থেকে কীটনাশকের বোতল উদ্ধার করা হয়।’

আরও পড়ুনঃ  বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

বেলাল উদ্দিনের দাবি, পুকুরে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মাছ ছিল। এ ঘটনায় তিনি আজ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজরাটেক গ্রামের মশিউর রহমান মাসুদ পুকুরে বিষ দিয়ে তাঁর ১৫ বিঘার দুটি জলকরের সব মাছ মেরে ফেলেছে।

আরও পড়ুনঃ  রাজশাহী কোর্ট কলেজের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মাছ চাষি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে- ড. মাওলানা কেরামত আলী

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675