• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফেরানোয় উরফিকে আইনি নোটিশ

প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৪:৪১

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফেরানোয় উরফিকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক : কারও ধার ধারেন না বহুল আলোচিত ভারতীয় টিভি অভিনেত্রী উরফি জাভেদ। তার যে সাহসের কমতি নেই তা তিনি নানা কর্মকান্ড দিয়ে ইতোমধ্যে প্রমাণ করে দিয়েছেন। তবে একটা সময়ে এতোটা সাহসী তিনি ছিলেন না। অতীতের তেমনই এক ঘটনা সম্প্রতি সামনে এনেছেন উরফি।

উরফি জানিয়েছেন, ক্যারিয়ারের কারণে নিজস্ব স্বত্বা বিকিয়ে দেয়ার পক্ষপাতী তিনি নন। তারপরও নিজের সত্ত্বা বিকিয়ে দিয়ে একটি ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে রাজি না হওয়ার আইনি নোটিশ পেতে হয়েছিলো তাকে। তার ক্যারিয়ারের শুরুর দিকে ঘটেছিলো এই ঘটনা।

আরও পড়ুনঃ  আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

উরফি আরও জানান, ওয়েব সিরিজটিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব পেলেও তখন এ ধরনের দৃশ্যে অভিনয়ের জন্য প্রস্তুত ছিলেন না তিনি। এ কারণে প্রস্তাবটি ফিরিয়ে দেন। এ কারণে তাকে প্রায় ৪০ লাখ টাকার আইনি নোটিশ পাঠায় একটি চ্যানেল। সেই সময় তিনি কিছুটা ভয় পেয়ে যান। তখন ভয় পেলেও এখন আর কাউকে ভয় পান না তিনি। কারও পরোয়া করেন না। তার মতে, সেদিনের ওই ভয়ই তৈরি করেছে আজকের সাহসী উরফিকে।

আরও পড়ুনঃ  নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

উরফির কথায়, ক্যারিয়ারের একেবারে শুরুর দিকেই হেনস্থার শিকার হতে হয় তাকে। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফেরানোয় তাকে প্রায় ৪০ লাখ টাকার আইনি নোটিশ পাঠায় একটি চ্যানেল। তখন ভয় পেয়েছিলেন। কিন্তু এখন ভাবেন, সেদিনের ঘটনাই আজকের উরফিকে তৈরি করেছে। বর্তমানে নিত্যদিন তিনি হাজারটা আইনি নোটিশ পান। যদি সেদিন ভয় পেয়ে লুকিয়ে থাকতেন তাহলে সারাজীবন ভয়ে ভয়েই থাকতে হতো। তিনি মনে করেন, তার জীবনে যা কিছু ঘটেছে সেগুলোই আজকের উরফিকে তৈরি করেছে।

আরও পড়ুনঃ  ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675