আমি আর খেলব না, ফেসবুক পোস্টে সাকিব

আমি আর খেলব না, ফেসবুক পোস্টে সাকিব

অনলাইন ডেস্ক : ফেসবুক পোস্ট দিয়ে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নেওয়ার নজির আছে বেশ আগে থেকেই। মুশফিকুর রহিম, তামিম ইকবালরা এর আগে ভিন্ন ভিন্ন ফরম্যাটে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই নিজের বিদায়ের কথা জানিয়েছেন।

এবার টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাস জন্ম দিয়েছে তেমন এক আলোচনার। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় তিনি লেখেন ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…।’ তবে কেন এমন স্ট্যাটাস তা এখনো পরিষ্কার করেননি তিনি।

আরও পড়ুনঃ  হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

অবশ্য এমন স্ট্যাটাসের সাকিব যে অবসরের ইঙ্গিত দিচ্ছেন না, সে কথাই বলছেন বেশিরভাগ ক্রিকেটভক্ত। তাদের ধারণা বিশেষ কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সূত্র ধরেই এমন স্ট্যাটাস বিশ্বসেরা অলরাউন্ডারের।

আরও পড়ুনঃ  বিপিএল মাতিয়ে পিএসএলেও ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা

তামিম ইকবালের সরে যাওয়ার পর সাকিব আল হাসানই যে এখন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। সামনে এশিয়া কাপ আর বিশ্বকাপের বড় আসরে ব্যাট-বলের পাশাপাশি অধিনায়ক সাকিবের দিকেও অনেকখানি নির্ভর করবে বাংলাদেশ। এমন অবস্থায় তাই সাকিবের এই স্ট্যাটাসকে বিজ্ঞাপনের অংশ বলেই ধরে নিচ্ছেন সমর্থকরা।

আরও পড়ুনঃ  ৪ হাজার ৩৯৩ দিন পর প্রতিশোধ নিলেন করুন নায়ার

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *