• ঢাকা, বাংলাদেশ
  • ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাগরিকত্ব নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার এক নারী

প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৬:৩৭

নাগরিকত্ব নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার এক নারী

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া পৌরসভায় নাগরিক পরিচয় পত্র নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে সাহানা খাতুন (২২) নামের এক নারী। শুক্রবার এ ঘটনায় আজ শুক্রবার পুঠিয়া পৌরসভার মেয়রসহ তিনজনের নামে থানায় লিখতে অভিযোগ করেছে ভুক্তভোগী।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুঠিয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ের তিনতলায় এ ঘটনা ঘটে। শ্লীলতহানির শিকার সাহানা উপজেলার কাঁঠালবাড়িয়ার আব্দুস সাত্তারের মেয়ে।

আরও পড়ুনঃ  অতিরিক্ত ভাড়া আদায়, সিরাজগঞ্জে ৪ পরিবহনকে জরিমানা

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নাগরিক পরিচয় পত্র আনতে পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলামের কাছে যায় সাহানা খাতুন। এসময় পৌর সচিব তিন তলায় নাগরিক পরিচয় পত্র দেওয়া হয় বলে তাকে একটি কক্ষে আটকে রেখে মেয়রের কাছে আপনার ধর্ষণ মামলার বাদী এসেছে বলে ফোন দেয়। কিছুক্ষণ পর ওই কক্ষে ইন্সপেক্টর রিপন উপস্থিত হয়ে ভুক্তভোগীকে চড় থাপ্পড় মারে এবং তার স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয়।

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও হামলার ঘটনায় বাগমারায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এ বিষয়ে পৌর মেয়র আল মামুন খান বলেন, আমি তিনতলায় যাইনি। ওখানে কি ঘটেছে তা আমি বলতে পারবো না।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  গাজায় গণহত্যার প্রতিবাদে রাজশাহীজুড়ে বিক্ষোভ

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675