• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দেবের প্রশংসায় অরিজিৎ সিং

প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ১১:২৪

দেবের প্রশংসায় অরিজিৎ সিং

অনলাইন ডেস্কঃ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অকুতোভয় সৈনিক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কথায় আছে, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই বাঘ মেরেছিলেন। সেই কারণেই তাকে বাঘাযতীন নামে ডাকা হত। এমন বিপ্লবীর চরিত্রকে সামনে নিয়ে আসছেন দেব। তাই অভিনেতা ও প্রযোজকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অরিজিৎ সিং। শেয়ার করেছেন সিনেমার টিজারও।

আরও পড়ুনঃ  ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

অরিজিৎ তার ফেসবুকে সিনেমার টিজার শেয়ার করে লেখেন, ‘স্বাধীনতার জন্য যিনি নিজের প্রাণ দিয়েছিলেন, সেই মহান স্বাধীনতা সংগ্রামীর অজানা কাহিনীর সাক্ষী থাকুন। দেব আর প্রযোজনা সংস্থাকে অনেক ধন্যবাদ ‘বাঘাযতীন’-এর কাহিনী সবার সামনে নিয়ে আসার সাহস দেখানোর জন্য। সবার কাছে আমার আবেদন, দয়া করে এ সিনেমাকে সাপোর্ট করবেন আর এ ফরগটেন হিরোদের সম্মান জানাবেন।’

আরও পড়ুনঃ  ভাষা দিবসে বিশেষ বার্তা মধুমিতার

‘যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫তম স্বাধীনতার এ মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর– বাঘাযতীন।’ ক্যাপশনে একথা লিখেই সিনেমার প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। যাতে গ্রাফিক্যাল মোশন ব্যবহার করা হয়েছিল। তারপর সাধুর বেশে ছবি পোস্ট করে চমকে দিয়েছিলেন। স্বাধীনতা দিবসের আগের দিন সিনেমার বাংলা টিজার মুক্তি পায়। হিন্দি টিজার মুক্তি পায় স্বাধীনতা দিবসে। অরুণ রায় পরিচালিত এ সিনেমাটি আগামী ১৯ অক্টোবর বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675