নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। বিকাল ৩:৩৯। ১১ মে, ২০২৫।

‘গদর ২’-এর মুকুটে নয়া পালক, দেখানো হবে লোকসভায়

আগস্ট ২৬, ২০২৩ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ ১২ দিনে বক্স অফিসে ৪০০ কোটির গণ্ডি ছুঁয়ে এরইমধ্যে নজির গড়েছে সানি দেওলের ‘গদর ২।’ এবার এ সিনেমার সাফল্যের মুকুটে আরও এক পালক যুক্ত হলো।

এ বার ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেখানো হবে বিজেপি সাংসদ সানি দেওলের এই সিনেমা। বেশ কজন সাংসদের অনুরোধেই নাকি দেখানো হচ্ছে এই সিনেমা।

‘গদর ২’-এর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করছেন নির্মাতার। এই প্রথম নতুন সংসদ ভবনে কোনো সিনেমা দেখানো হচ্ছে। মোট ৫টি শোয়ের আয়োজন করা হয়েছে।

২২ বছর আগে তৈরি হয়েছিল ‘গদর— এক প্রেম কথা’। এত বছর পর আবারও সানি এবং আমিশা প্যাটেলের জুটিতে আপ্লুত দর্শক। গোটা বিশ্বে এই সিনেমার ব্যবসার পরিমাণ প্রায় ৫০০ কোটি ছাড়িয়েছে।

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে প্রদর্শিত হয় এই সিনেমা। সিনেমার সব কুশীলবের সঙ্গে বসে সিনেমাটি দেখেন যোগী। একসঙ্গে ছবিও তোলেন তারা। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক এবং প্রযোজক অনিল শর্মার ছেলে তথা অভিনেতা উৎকর্ষ শর্মা ও অভিনেত্রী সিমরত কৌরও। যদিও সানি-অমিশা অনুপস্থিত ছিলেন ওই দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।