নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১০:৩০। ১১ মে, ২০২৫।

ভারতে ট্রেনের বগিতে আগুনে ৯ জন নিহত, আহত ৫০

আগস্ট ২৬, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়–তে শনিবার থেমে থাকা ট্রেনের একটি বগিতে সিলিন্ডার বিস্ফোরণে বগির ভিতরে আগুন লেগে কমপক্ষে নয় জন মারা গেছে এবং প্রায় ৫০ জন আহত হয়েছে।
রাজ্যের মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই তীর্থযাত্রী এবং উত্তর প্রদেশ রাজ্য থেকে এসেছিলেন।
ট্রেনের প্রাইভেট কোচটি শনিবার উত্তর প্রদেশ থেকে এসেছিল এবং রেলস্টেশনের কাছে পার্ক করা হয়েছিল। দক্ষিণ রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অবৈধভাবে কোচের ভেতরে এলপিজি গ্যাসের একটি সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় এটি বিস্ফোরিত হয়েছে।’
দক্ষিণ রেলওয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাইভেট কোচের যাত্রীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার পাচার করেছে এবং এর ফলে আগুন লেগেছে। আগুন দেখে অনেক যাত্রী কোচ থেকে বেরিয়ে যায়।’-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।