নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ২:২২। ১২ মে, ২০২৫।

মস্কোর কাছে ড্রোন ভূপাতিত: মেয়র

আগস্ট ২৬, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর কাছে আসার সাথে সাথে একটি ড্রোন ধ্বংস করেছে। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন শনিবার সকালে এ কথা বলেছেন।
সোবিয়ানিন টেলিগ্রামে লিখেছেন, ‘আজ রাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইস্ট্রিনস্কি জেলায় মস্কোর দিকে একটি ড্রোন ধ্বংস করেছে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে, কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে।’
ইউক্রেনের সংঘাতের প্রাথমিক পর্যায়ে মস্কোকে খুব কমই টার্গেট করা হয়েছিল যদিও পরে হামলা বেড়েছে।
কিয়েভ এই গ্রীষ্মের শুরুতে রাশিয়ার মুখোমুখি সংঘাতে ফেরার প্রতিশ্রুতি দেওয়ার পরে সাম্প্রতিক দিনগুলোতে রাজধানী এবং অন্যান্য রাশিয়ান অঞ্চলগুলো ইউক্রেনীয় ড্রোন হামলার টার্গেট করা হয়েছে।
ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার কিয়েভের বাহিনীর হাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
একই দিনে, একটি ড্রোন মস্কোর একটি বাণিজ্যিক জেলায় একটি বহুতল ভবনে বিধ্বস্ত হয় এবং কর্তৃপক্ষের মতে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি, এতে একটি জানালা ভেঙে গেছে।
এটি ছিল টানা ষষ্ঠ রাতে মস্কো অঞ্চলে ড্রোন হামলার টার্গেট।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।