অসুস্থ লিটনের দলের সঙ্গে যাওয়া হলো না

অসুস্থ লিটনের দলের সঙ্গে যাওয়া হলো না

অনলাইন ডেস্কঃ আগামী ৩১ আগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেজন্য শ্রীলঙ্কার উদ্দেশে আজ (রোববার) দুপুর ১২টা ৫৫ মিনিটে তারা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে। ইতোমধ্যে টাইগার ক্রিকেটাররা বিমান বন্দরে উপস্থিত হয়েছেন। তবে সেখানে দেখা মেলেনি ওপেনার লিটন দাসের।

আরও পড়ুনঃ  ‘১৯-২০ কোটি টাকা লোপাটের প্রাথমিক আলামত পাওয়া গেছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে আজ দলের সঙ্গে যাচ্ছেন না লিটন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (সোমবার) এই টাইগার ওপেনার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিবেন।

৩০ আগস্ট থেকে শুরু হওয়া এবারের আসরের মোট ৪ টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯ টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ। সূচি অনুযায়ী, ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।

আরও পড়ুনঃ  ‘নেশাচ্ছন্ন অবস্থায় আমার পোশাক ঠিক করে দিতে চায় অভিনেতা’

পাকিস্তানের মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নেপাল। এর পরদিন (৩১ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে নামবে বাংলাদেশ। সবার আগেই টাইগারদের এই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। টুর্নামেন্টের গ্রুপ ‌‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ লড়বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে।

আরও পড়ুনঃ  ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হচ্ছে দিল্লি অধিনায়ককে

প্রথম রাউন্ডে সাকিবদের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। ৩ সেপ্টেম্বরের সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *