সংবাদ বিজ্ঞপ্তি : পরিচ্ছন্ন সবুজ, স্বাস্থ্যকর রাজশাহীকে স্মার্ট নগরীতে রূপে গড়ে তোলার লক্ষ্যে ফুড সার্ভিস ডেলিভারি, গ্লাসবয়, পার্সেল সার্ভিস বিষয়ে পেশাগত প্রশিক্ষণ প্রদান করছে বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
রাজশাহীতে রোববার সকালে নগরীর এসকে ফুড ওয়ার্ল্ড রেস্তোরায় ইএসডিও-রেসকিউ প্রকল্পের উদ্যোগে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বিষয়ক আঞ্চলিক ও বেসরকারী ষ্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ও প্রকল্পের ফোকাল পার্সন মোঃ আজিজুর রহমান। সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন রাজশাহী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম ও মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইনস্ট্রাক্টর মোঃ আতিকুর রহমান। সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করছেন। আর রাজশাহী মহানগরীকে স্মার্ট নগরী রূপে গড়ে তুলতে মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নানা উদ্যোগ গ্রহণ করেছেন। সকল ক্ষেত্রে এ নগরী দেশে মডেল নগরীতে পরিণত হয় সে বিষয়ে সকলকে একযোগে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহন করে মূল্যবান মতামত প্রদান করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ইএসডিও রেসকিউ প্রকল্পের প্রশিক্ষনপ্রাপ্ত দক্ষ কর্মীদের কর্মসংস্থানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক কর্মীর দক্ষতা উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তারা। সভায় ইএসডিও রেসকিউ প্রকল্পের পার্সেল ডেলিভারী সার্ভিস, ফুড এ্যাটেনডেন্স এবং গ্লাসবয় প্রশিক্ষন বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী চাকুরীর ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় যুবক-যুবতীদের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। ইএসডিও-রেসকিউ প্রকল্পের পার্সেল ডেলিভারী সার্ভিস ও ফুড সার্ভিস এটেনডেন্ট ট্রেডকে অত্যন্ত যুগোপযোগী বলে অভিমত প্রকাশ করেন।
সভায় প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রাজশাহী মহানগরীর ঘনবসতিপূর্ণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে ইএসডিও এনহ্যান্স এমারজেন্সি রেসপোন্সেস থ্রো সোশাল এন্ড ইকোনমিক প্রোটেকশন ফর আরবান স্লাম ডয়েলার্স ফর এড্রেসিং নিউ নরমাল সিচ্যুয়েশন অফ কোভিড-১৯ (রেসকিউ) প্রকল্পটি ক্লাইমেট ব্রিজ ফান্ড কেএফডব্লিউ এর মাধ্যমে জার্মান সরকারের সহায়তায় ও ব্রাক এর আর্থিক সহায়তায়, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কারিগরি সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৫টি ওয়ার্ডে বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় নগরীর ৪শত জনকে পার্সেল সার্ভিস ডেলিভারি, ২৩৯ জনকে ডেলিভারি ম্যান, ১৫৫ জন নারী-পুরুষকে ফুড সার্ভিস এ্যাটেনডেন্ট, ১০০ যুবককে গ্লাসবয় ট্রেডে পেশাগত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রকল্পের ট্রেইনার কাম মনিটরিং অফিসার শুক্লা মুখার্জ্জীর সঞ্চালনায় প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন মুসলিম এইড-ইউকে বাংলাদেশের টেকনিক্যাল এক্সপার্ট তৌফিক আহম্মদ।
সভায় প্রাণ এগ্রো লিমিটেড, ইউসেপ বাংলাদেশ, বাংলাটিফিন, স্বপ্ন, ব্র্যাক-এসডিপি, সুন্দরবন কুরিয়ার, ইউএসবি কুরিয়ার, ম্যাবকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।