নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১০:৩৩। ১১ মে, ২০২৫।

লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছেন এবাদত

আগস্ট ২৮, ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষের সিরিজে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। হাঁটুর সেই চোটই এই পেসারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যে কারণে আসন্ন এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েন এবাদত। তবে দ্রুত মাঠের ক্রিকেটে ফিরতে উন্নত চিকিৎসার জন্য এই পেসার আজ সকালে লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছেন। বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

যদিও প্রথম দিকে ধারণা করা হয়েছিল, এবাদত হোসেনের হাঁটুর চোট তেমন গুরুতর নয়। সেই সময় ক্রিকেট বোর্ড পুনর্বাসন ও পরিচর্যা করেই তাকে খেলায় ফেরাতে চেয়েছিলেন। তবে গত কিছুদিন পুনর্বাসন করেও লাভ হয়নি তার। একের পর এক এমআরআই করে দেখা গেছে, এবাদতের চোটাক্রান্ত বাঁ হাঁটুর এসিএল লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা ঠিক করতে উন্নত চিকিৎসা নেওয়ার প্রয়োজন।

এশিয়া কাপে এবাদতের না থাকা দল অনুভব করবে বলে মনে করেন চন্ডিকা হাথুরুসিংহে। গত শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে প্রধান কোচ বলছিলেন, ‘আপনারা জানেন এবাদত আমাদের ইমপ্যাক্টফুল বোলারদের একজন। আমাদের পাঁচজন ফাস্ট বোলারের মধ্যে যারা শেষ কয়েকটি সিরিজে খেলেছে, তাদের মধ্যে সে দ্রুতগতির বোলারও। তাই এটা আমাদের জন্য বড় ক্ষতি এবং তার বিকল্প বের করা আমাদের জন্য কঠিন কাজ। আশা করছি সে দ্রুত সেরে উঠবে।’

এবাদতের না থাকাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন সাকিব। এবাদত ছাড়াও বোলিং আক্রমণে আরও কয়েকজনের চোট সমস্যা রয়েছে। তবে এ নিয়ে চিন্তিত নন টাইগার অধিনায়ক। সাকিবের ভাষ্য, ‘দুর্ভাগ্যজনকভাবে এবাদত আমাদের সঙ্গে যেতে পারছে না। সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। সে জায়গা থেকে এটা আমাদের জন্য একটা ধাক্কা। তারপরও সে ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি এবং যে ধরনের স্কোয়াড আছে আমরা আশাকরি অনেকদূর যেতে পারবো।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।