নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১০:৩৭। ১১ মে, ২০২৫।

শ্রীলঙ্কার বিপক্ষে লিটনকে নিয়ে শঙ্কা

আগস্ট ২৮, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: আসন্ন এশিয়া কাপে অংশ নিতে গতকালই লঙ্কায় উড়াল দিয়েছে টিম টাইগার্স। যদিও শেষ মুহূর্তে দলের সঙ্গে যেতে পারেননি লিটন কুমার দাস। কারণ জ্বরে ভুগছেন বাংলাদেশের সহ-অধিনায়ক।

নিজ বাসাতেই বিশ্রামে আছেন তিনি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সতর্কতা হিসেবে গতকাল তার ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল। তাতে অবশ্য স্বস্তির খবরই পেয়েছে বাংলাদেশ। ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে ওই ওপেনারের।

ডেঙ্গুর রিপোর্ট নেগেটিভ আসলেও আজও জ্বর কমেনি লিটনের। এদিকে এশিয়া কাপের বাকি আছে আর মাত্র দুই দিন। যেখানে ৩১ আগস্ট বাংলাদেশের ম্যাচ আছে। তাই প্রথম ম্যাচে এই ওপেনারকে পাওয়া নিয়ে এখন শঙ্কা থাকছেই।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি ঢাকা পোস্টকে বলেন, ‘লিটনের জ্বর এখনো কমেনি। তবে গতকাল ডেঙ্গু পরীক্ষা করানো হয়েছিল সেটার রেজাল্ট নেগেটিভ। এটা আবারো করানো হবে। এখন জ্বর না কমলে তো সে যেতে পারবে না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।