বিশ্বকাপের আগে নতুন লুকে ভারতের ক্রিকেটাররা

বিশ্বকাপের আগে নতুন লুকে ভারতের ক্রিকেটাররা

অনলাইন ডেস্কঃ পরের দুইমাস হয়ত সেলুনের মুখই দেখা হবেনা ভারতীয় ক্রিকেটারদের। প্রথমত এশিয়া কাপ, এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। আর তারপরেই বিশ্বকাপের বড় আসর। ক্রিকেটের বাইরে মন দিবে এমন সময় কই আছে ভিরাট কোহলি- জাসপ্রীত বুমরাহদের। চুলে ছাঁট দেওয়াসহ বাকি বিষয়টা তাই এখনই শেষ করে রাখছেন ক্রিকেটাররা।

আরও পড়ুনঃ  গায়কের নামে রাখা হয়েছিল মেসির নাম, দেখা হলো দুজনের

ভিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহদের সঙ্গে নতুন লুকে হাজির হয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখানো তিলক ভার্মা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ ভাইরাল হয়েছে তাদের নতুন লুক।

আরও পড়ুনঃ  উইলিয়ামসনের মতে যে ৫ তারকা ক্রিকেটে রাজত্ব করবেন

তিনজন অবশ্য একই জায়গায় যাননি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বুমরাহ এবং তিলক মুম্বাইতে বিখ্যাত স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে তাদের চুলের স্টাইল করিয়েছিলেন। কোহলি অবশ্য বরাবরই বেঙ্গালুরুতে চুলের স্টাইল করান। স্টাইলের জন্য বেশ খ্যাতি আছে এই ভারতীয় তারকার। গতকালও তাকে দেখা গেল একেবারেই ভিন্ন এক স্টাইলে।

আরও পড়ুনঃ  শেষের ঝড়ে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

বিশ্বকাপের আগে নিজেদের হাতে সময় নেই। সবকিছু ছাপিয়ে এসব নতুন লুক মূলত মনোযোগ ফিরিয়ে আনার উপলক্ষ্য মাত্র। পরের দুই মাস যেন ক্রিকেটেই মনোযোগ দিতে পারেন, সেই চেষ্টাই করছেন ক্রিকেটাররা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *