পথশিশুদের সঙ্গে তামিম-জাহানারার এক বেলা

পথশিশুদের সঙ্গে তামিম-জাহানারার এক বেলা

অনলাইন ডেস্ক: অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপ আগেই শুরু হবে পথশিশুদের নিয়ে ক্রিকেট বিশ্বকাপ। বিশেষ এই বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করবে বাংলাদেশ। আজ বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ পথশিশু ক্রিকেট দলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে সময় কাটান জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল, জাহানারা আলম, সৌম্য সরকার,ফারিহা ইসলাম তৃষ্ণা।

ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের বাসভবনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে পথ শিশুদের বঞ্চনা-কষ্ট নাটিকার মাধ্যমে তুলে ধরেন পথশিশুরাই। আনুষ্ঠানিক অনুষ্ঠান শেষে হাইকমিশনারের বাসভবন প্রাঙ্গনে সালমা-সৌম্যদের সঙ্গে ব্যাট-বলের আনন্দে মেতে উঠেন পথশিশুরা। এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারা কুকও ব্যাট-বল হাতে নেন।

আরও পড়ুনঃ  ৪ হাজার ৩৯৩ দিন পর প্রতিশোধ নিলেন করুন নায়ার

জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল পথশিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে বেশ আনন্দিত। তিনি এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন,’ তোমাদের প্রতি শুভকামনা। দেশের বাইরে খেলতে যাচ্ছো মনোবল শক্ত রাখবে। তোমরাও পারবে এটা সব সময় ধারণ করবে। ‘ পথশিশুদের অনুপ্ররেণা করতে তিনি বলেন,‌ ‌’সবাই স্বপ্ন দেখে। তোমরাও স্বপ্ন দেখবে। স্বপ্ন তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে।’

ব্রিটিশ হাইকমিশনকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তামিম বলেন,‌ ‘বাংলাদেশের ক্রিকেটের পাশে ব্রিটিশ হাইকমিশন সব সময় রয়েছে। ২০১৬ সালে বাংলাদেশের কঠিন পরিস্থিতির মধ্যেও ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের ক্রিকেটে সহায়তা করেছে।’

নারী-পুরুষ মিলিয়ে ১২ জনের দল ভারতে যাবে পথশিশু বিশ্বকাপ খেলতে। সমতা নিশ্চিতের জন্য খেলাতে নারী-পুরুষ মিলিয়ে ৮ জন খেলতে পারবে। তামিমের পাশাপাশি নারী ক্রিকেটার জাহানারা আলমও পথশিশুদের উদ্বুদ্ধ করেছেন। নারী ক্রিকেট দলের তারকা এই খেলোয়াড় বলেন, ‘আমরা যেমন দেশের হয়ে খেলি, তোমরাও খেলবে। তোমরাও দেশের হয়ে গৌরব বয়ে আনবে। ‘

আরও পড়ুনঃ  জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ নেই কারও, খেলা দেখা যেতে পারে যে টিভিতে

বাংলাদেশে পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠনটির নাম লিডো লোকাল এডুকেশন এন্ড ইকোনমিক ডেভলপমেন্ট ওর্গানাইজেশন। সেই সংগঠন দেশের বিভিন্ন প্রান্তে পথশিশুদের আশ্রয় দিয়ে সামাজিক মর্যাদা প্রদানের চেষ্টা করে। এরই অংশ হিসেবে পথশিশুদের ফুটবল, ক্রিকেট বিশ্বকাপে প্রেরণ করছে সংগঠনটি।

লিডোর প্রতিষ্ঠাতা ও কার্যকরি পরিচালক ফরহাদ হোসেন বলেন,’ আমরা সব মিলিয়ে ৭০০ পথ শিশু নিয়ে কাজ করছি। অনেক শিশু ইতোমধ্যে কলেজ পর্যায়ে পড়ছে। আমরা মূল জনগোষ্ঠীর সঙ্গে তাদের ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করছি। ‘

আরও পড়ুনঃ  স্টার্ক-রাহুলদের দাপটে আইপিএলে দিল্লির ইতিহাস

লিডোর প্রতিষ্ঠান লগ্ন থেকেই ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে সম্পর্ক। প্রায়ই ব্রিটিশ হাই কমিশন পথ শিশুদের আমন্ত্রণ জানিয়ে নানা অনুষ্টান করে। ক্রিকেট বিশ্বকাপের মতো পথশিশু ফুটবল বিশ্বকাপের আগেও ব্রিটিশ হাইকমিশন এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। আজকের অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘ আমরা এমন আয়োজন করতে পেরে খুবই গর্বিত। প্রতিযোগিতার জন্য তাদের প্রতি শুভকামনা। বাংলাদেশের পথশিশুদের উন্নয়নে বৃটেন সব সময় পাশে রয়েছে।’ এসময় ক্রিকেটার এবং হাইকমিশনার ছাড়াও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *