নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সন্ধ্যা ৭:১২। ১১ মে, ২০২৫।

বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার

আগস্ট ৩০, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে বুধবার বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ফুড ফর দি হাংরি’র (এফএইচ) বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ী উপজেলা এরিয়া প্রোগ্রাম অফিস এর আয়োজন করে। এতে ক্ষুদ্র জাতিসত্তা ও বাঙালিদের মধ্যে ৬০০ পরিবারের সদস্যরা অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, দ্বিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, এফএইচ গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম অফিসের ব্যবস্থাপক স্টুয়ার্ট শুভেন্দু খান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের কমিউনিটি টিম লিডার বিমল হেমরম।

বক্তারা বাল্যবিয়ের কুফল সম্পর্কে বর্ণনা দিয়ে বলেন, বিশ্বে অধিক বাল্যবিয়ের দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ১০ম। এটি খুবই ঝুঁকিপূর্ণ। দেশে বাল্যবিয়ে প্রতিরোধে আইন আছে। যথাযথ বাস্তবায়নে সমাজের সকলের অংশগ্রহণ নিশ্চিত হতে হবে। বাল্যবিয়ে রোধে সমাজের সর্বস্তরের মানুষকে যেমন সচেতন হতে হবে, তেমনি তা প্রতিরোধে প্রশাসনকে যথাসময়ে অবিহিত করতে হবে। প্রশাসন ইচ্ছে করলে আইনানুযায়ী বিয়ের পরও শাস্তি দিতে পারবে। তাই বাল্যবিয়ে রোধে সকলকে যথাসময়ে এগিয়ে আসতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।