• ঢাকা, বাংলাদেশ
  • ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার,গ্রেফতার-৪

প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৭:২২

নগরীতে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার,গ্রেফতার-৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ১ কেজি গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় আসামিদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুরের আশিকের স্ত্রী তাপসী খাতুন (২০) ও হড়গ্রাম শেখপাড়ার মৃত আবু হেনার ছেলে মো: সবুজ (২৫) এবং রাজপাড়া থানার মহিষবাথানের মো: শাহিনুর ইসলামের ছেলে মো: অনিক (২৬) ও আলীগঞ্জের মৃত আব্দুল ওহাবের ছেলে মো: ওয়াহিদুজ্জামান সোহাগ (২৮)।

আরও পড়ুনঃ  নাটোরে পত্রিকার সম্পাদকের ওপর হামলা : বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভূষন বানার্জী’র সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. রুহুল আমিন সরকারের নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার সুকুমার মোহন্ত, কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, এসআই ইমরান হোসেন ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউিট করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় আসামি মো: আশিকের বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ  বাগমারায় মরহুম অধ্যাপক মকলেছুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ওই টিম গতকাল ২৯ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ দুপুর ০৩:০৫ টায় গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি তাপসী খাতুন, সবুজ, অনিক, ওয়াহিদুজ্জামান সোহাগকে গ্রেফতার করে এবং পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল হতে মো: আশিক পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এসময় আসামিদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পলাতক আসামির গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুনঃ  নগরীতে নিখোঁজের ১৬ দিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এ ঘটনায় কশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675