স্টাফ রিপোর্টার: বরেন্দ্র এলাকায় ব্যবসায় সম্ভাবনাগুলোকে সম্প্রাসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে রাজশাহী জেলা প্রসাসককে বেশকিছু প্রস্তাবনা সম্বলিত চিঠি দিয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
বুধবার (৩০ আগস্ট) বেলা ১.৩০ মিনিটে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী অঞ্চলের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান রিংকু জেলা প্রশাসকের নিকট একটি প্রস্তাবনা পেশ করেন।
প্রস্তাবনায় এ অঞ্চলের বেকারত্মের চিত্র ও তা সমাধানে ব্যবসায়ীক সম্ভাবনার নানা দিক তুলে ধরা হয়। এরমধ্যে রয়েছে, এ অঞ্চলের কৃষিভিত্তিক বিনিয়োগ বৃদ্ধিতে করপোরেট প্রতিষ্ঠানগুলোতে উৎসাহিত করা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, রপ্তানি সহজীকরণে ট্রেস্টিং ল্যাব স্থাপন, কার্গো বিমান চালু, রেলের পরিত্যক্ত জমিগুলোকে উৎপাদনশীল কাজে ব্যবহার।
প্রস্তাবনা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি হাসেন আলী, সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালকবৃন্দ রিয়াজ আহমেদ খান, আসাদুজ্জামান রবি, মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী।