• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তাবলিগ জামাতে জিয়াউল হক পলাশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ৮:৫২

তাবলিগ জামাতে জিয়াউল হক পলাশ

এ সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। বেশ কিছুদিন ধরে তিনি সবার আড়ালে ছিলেন। জানা গেছে, তিনি কয়েকদিন আগে তাবলিগ জামাতে গিয়েছিলেন।

তাবলিগ জামাতে যাওয়ার কারণে তাকে জনপ্রিয় অভিনেতা ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলমের বিয়েতেও দেখা যায়নি।

আরও পড়ুনঃ  সাদী আমার জীবনের জন্য আশীর্বাদ : পরীমণি

চাষী আলমের বিয়েতে জিয়াউল হক পলাশের উপস্থিতি না থাকায় নেটিজেনরা বিভিন্ন ধরনের আলোচনা করেছিলেন। এবার পলাশের তাবলিগে যাওয়ার খবরে সেই আলোচনা থেমেছে।

জিয়াউল হক পলাশ বেশ ধর্মপ্রাণ মানুষ। তিনদিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। জানা গেছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান। এর মধ্যে অনেক দিন দূরে ছিলেন। গত ২৪ আগস্ট তিনি তিনদিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ  ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

বিয়েতে অনুপস্থিত থাকা নিয়ে সম্প্রতি চাষী আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পলাশ তাবলিগ জামাতে গেছে তিনদিনের জন্য। তাই সে বিয়েতে আসতে পারেনি।’

আরও পড়ুনঃ  আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

এদিকে সোশ্যাল মিডিয়ায় জিয়াউল হক পলাশের মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করা ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, তিনি বক্তব্য দিচ্ছেন, সামনে মুসল্লিরা বসে তা গভীর মনোযোগ দিয়ে শুনছেন।

এ ব্যাপারে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে জিয়াউল হক পলাশ তাবলিগ জামাতে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সর্বশেষ সংবাদ

বিডিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675