• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নবনীতার নতুন প্রেম নিয়ে গুঞ্জন, কী ভাবছেন? মুখ খুললেন জিতু

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ৯:০৮

নবনীতার নতুন প্রেম নিয়ে গুঞ্জন, কী ভাবছেন? মুখ খুললেন জিতু

অনলাইন ডেস্ক: কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার ‘হট টপিক’ নবনীতা দাসের ব্যক্তিগত জীবন।
নবনীতার অন্য সম্পর্কে জড়ানো নিয়ে যখন সরগরম নেটপাড়া, সেই সময় কি এই বিষয়টি ভাবায় জিতুকে?
তিনি জানান, এই বিষয়টি তাঁকে ভাবায় না।

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার ‘হট টপিক’ নবনীতা দাসের ব্যক্তিগত জীবন। সৌজন্যে ছুটি সংক্রান্ত একটি পোস্ট। শুধু তাই নয়, নবনীতার জীবনে এক ব্যবসায়ী স্নেহাল অধিকারী গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছেন, এমনটাই গুঞ্জন ছড়ায়। যদিও যাবতীয় গুঞ্জনে জল ঢেলেছেন নবনীতা স্বয়ং। সহজ, সরল, নিখাদ বন্ধুত্বে গসিপ মেশানো হচ্ছে, প্রকারান্তে এমনটাই দাবি করেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।

এদিকে নবনীতার বিবাহ বিচ্ছেদের পথে হাঁটা নিয়ে ঘোষণার পরও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি জিতু কমলের থেকে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ব্যক্তিগত এই সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করবেন না তিনি। এদিকে নবনীতাও জানিয়েছেন, জিতু তাঁর এখনও ভালো বন্ধু।

আরও পড়ুনঃ  রান্না শেখাচ্ছেন পড়শী, ঈদে দেখা যাবে অভিনয় আর গানে

‘হ্যাপি বার্থডে’,পরকীয়া চর্চা উসকে ‘বাবুসোনা’ জিতুকে জন্মদিনের শুভেচ্ছা শ্রাবন্তীর

নবনীতার অন্য সম্পর্কে জড়ানো নিয়ে যখন সরগরম নেটপাড়া, সেই সময় কি এই বিষয়টি ভাবায় জিতুকে? এই প্রসঙ্গে সম্প্রতি ‘অন্য সময় প্রাইম’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা। তিনি জানান, এই বিষয়টি তাঁকে ভাবায় না।

‘অপরাজিত’ খ্যাত অভিনেতার সংযোজন, “একজন মানুষ নিজে সিদ্ধান্ত নেন তিনি কখন কী করবেন। কোনটা কখন করা যায়, তা অবশ্যই দেখার বিষয় রয়েছে। কিন্তু, এই নিয়ে আমার ভাবনার কিছু নেই।” এদিকে ‘অপরাজিত’ সিনেমাতে কাজ করার পর ধৈর্য্য বেড়েছে জিতুর! তিনি অনেক ‘শান্ত’ হয়েছেন বলে দাবি অভিনেতার।

আরও পড়ুনঃ  ‘ভিতর থেকে ভেসে আসছিল সুর!’

উইকেন্ডে মজে নবনীতা, ডিভোর্সের মাঝে জিতুকে জন্মদিনের শুভেচ্ছায় ভরালেন ভক্তরা

এই সাক্ষাৎকারেই তিনি বলেন, “জিৎদাকে দেখি নিজের কাজ ছাড়া অন্য কোনও বিষয়ে তিনি মন্তব্য করেন না। আমার স্ত্রী সোশ্যাল মিডিয়াতে সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলে ভুল করেছেন। আমি পরিণত হয়ে একই ভুল করতে পারি না। এখন নবনীতা ভুলটা বুঝতে পারে। এই নিয়ে ওর সঙ্গে কথাও হয়।”

উল্লেখ্য, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে ছবিতে কাজ করছেন অভিনেতা। সেই সময় তাঁদের নিয়েও গসিপ গলিতে গুঞ্জন ছড়িয়েছিল। এই নিয়ে জিতুর সমর্থনে এগিয়ে এসেছিলেন নবনীতাই। তাঁদের বিচ্ছেদের কারণ হিসেবে তৃতীয় কোনও ব্যক্তি নেই, স্পষ্ট করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  অন্তর্বাসে বিপাশার সঙ্গে, বিমানবন্দরে নামলেই গ্রেফতার!

ডিভোর্স ঘোষণার দুমাসেই নতুন প্রেম! স্নেহালের সঙ্গে পাহাড় থেকে সমুদ্রে রোম্যান্স নবনীতার

‘অন্য সময় প্রাইম’-কে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়েও মন্তব্য করেন জিতু। তিনি বলেন, “একটি ছবির জন্য অকারণে আমার নাম শ্রাবন্তীর সঙ্গে জড়িয়ে গেল। যাঁরা এটা করলেন তাঁদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।”

উল্লেখ্য, টেলিভিশনের হাত ধরে উত্থান জিতু কমলের। এরপর ‘অপরাজিত’ ছবি তাঁকে টলিউডের বড় পর্দার নতুন নায়কের মর্যাদা এনে দিয়েছে। তাঁর পরবর্তী রিলিজের দিকে তাকিয়ে ভক্তরা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675